Sunday, 22 December 2024

   08:17:53 AM

logo
logo
শেখ রাসেলকে প্রথম হারের স্বাদ দিল পুলিশ এফসি

11 months ago

এবারের লিগে তিন ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেল পুলিশ এফসি।

দুই দলই রক্ষণ জমাট রেখে আক্রমণে ওঠার কৌশল নিল। দ্বিতীয়ার্ধে ডেডলক খুলতে পারল পুলিশ এফসি। বাকিটা সময় ওই ব্যবধান ধরে রেখে তারা হারিয়ে দিল শেখ রাসেল ক্রীড়া চক্রকে। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার প্রিমিয়ার লিগ ম্যাচে ১-০ গোলে জিতেছে পুলিশ এফসি। দ্বিতীয়ার্ধে ম্যাচের নির্ণায়ক গোলটি করেন এদুয়ার্দ মোরিও। 

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে লিগ শুরু করা শেখ রাসেল পরের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্র করেছিল। তৃতীয় ম্যাচে এসে প্রথম হারল তারা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে থাকল নিচের দিকে। 

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে লিগ শুরুর পর দ্বিতীয় ম্যাচে শেখ জামালের বিপক্ষে হেরেছিল পুলিশ এফসি। শেখ রাসেলকে হারিয়ে জয়ে ফেরার সুবাদে টেবিলেও উন্নতি হলো তাদের। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে তারা।

ভাগ্যের ফেরে পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারেনি পুলিশ এফসি। সাহেদ মিয়ার শট পোস্টে লেগে ফিরে। ২৬তম মিনিটে পুলিশের রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়েছিলেন সুমন রেজা। কিন্তু তার চিপ শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। 

পরের মিনিটে সহজ সুযোগ নষ্টের হতাশায় আবারও পুড়তে হয় শেখ রাসেলকে। বক্সের ভেতর থেকে জাপানিজ মিডফিল্ডার কোডাই লিডারের শট আটকান আহসান হাবীব। গোলরক্ষকের যে কোনো পাশ দিয়ে শট নিলে হতে পারত গোল। 

প্রথমার্ধের শেষ দিকে পুলিশ কাজে লাগাতে পারেনি সুযোগ। বাম দিক থেকে মোরিওর নিচু ক্রসে পা ছোঁয়াতে পারেনি কেউই। 

অবশেষে ৬৪তম মিনিটে গোলের দেখা মেলে। থ্রো ইনের পর বক্সে সতীর্থের ফ্লিক হেডে বল চলে যায় মোরিওর পায়ে। দৃষ্টিনন্দন ভলিতে জয়সূচক গোলটি করেন ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড।

 

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম