Thursday, 16 January 2025

   12:08:31 PM

logo
logo
মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযান; বিপুল পরিমাণ কারেন্ট জাল ও জাটকা জব্দ

1 year ago

নৌ পুলিশের অভিযান

মেঘনা নদীতে চাঁদপুর নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও জাটকা জব্দ করা হয়েছে।

গতকাল রোববার চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় এ অভিযান চালায়।

অভিযানে আনুমানিক সাড়ে তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০৫ কেজি জাটকা জব্দ করা হয়। উদ্ধার করা কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৩৬ হাজার টাকা ও জাটকার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও, অভিযানে তিনটি অনিবন্ধিত বাল্কহেড আটক করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ।