Thursday, 16 January 2025

   11:53:27 AM

logo
logo
পুলিশ স্টাফ কলেজ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

11 months ago

পুলিশ স্টাফ কলেজ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: ডিএমপি নিউজ

আরএমপি নিউজ : 

পুলিশ স্টাফ কলেজ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, স্মার্ট পুলিশিংসহ সংশ্লিষ্ট বিষয় পরিচালনা করতে মঙ্গলবার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।

পিএসসির কনফারেন্স কক্ষে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এমওইউ সই হয়।

পুলিশ স্টাফ কলেজের পক্ষে রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এমওইউতে সই করেন।

অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম বলেন, ‘শিক্ষাবিদ এবং পেশাজীবীগণের মধ্যে শিক্ষা, গবেষণাসহ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উন্মোচিত হয়েছে। এর মাধ্যমে পুলিশ কর্মকর্তাগণ উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করে জনসেবায় আত্মনিয়োগ করার ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। এ ছাড়া অপরাধ মোকাবেলায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভে সক্ষম হবে।’

অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘উভয় প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধি করে ফলিত গবেষণা কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অপরাধের ক্ষেত্র প্রতিনিয়ত পরিবর্তন হওয়ায় অপরাধীগণও তাদের কাজের ধরন পরিবর্তন করছে। এমতাবস্থায় শিক্ষাবিদ ও পুলিশ পেশাজীবীদের মধ্যে কাজের সমন্বয়ের জন্য এ ধরনের চুক্তি কাঙ্ক্ষিত ছিল। আগামী দিনে আমাদের কাজের পরিধি বহুলাংশে বৃদ্ধি পাবে, এ প্রত্যাশা করছি।’

সূত্র : পুলিশ নিউজ