অদ্য ইং-০৪/০১/২০২০ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপি, রাজশাহী এর আয়োজনে আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপি”র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার(পিওএম) জনাব মোঃ সাইফুল ইসলাম, উপ—পুলিশ কমিশনার(এস্টেট, সাপ্লাই এন্ড এমটি) জনাব মোঃ সাইফুদ্দিন শাহীন, সহকারী পুলিশ কমিশনার(সাপ্লাই ও যানবাহন)জনাব সালমা সুলতানা, সহকারী পুলিশ কমিশনার(ক্রাইম) জনাব সোনিয়া পারভীন, জনাব দিলসেতারা চুনি, এ্যাডভোকেট মহিলা আইনজীবি সমিতি, জনাব সালেহা পারভীন ডলি, এ্যাডভোকেট মহিলা আইনজীবি সমিতি, জনাব সামছুন্নাহার(মুক্তি), অর্গানাইজেশন ফর লিগ্যাল এ্যাসিসটেন্স এন্ড রাইটস, জনাব এ্যাডঃ সামিনা, কো-অর্ডিনেটর, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) সহ পুলিশের বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ। উক্ত কর্মশালায় মাতা-পিতার ভরণপোষন আইন, বাল্যবিবাহ ও যৌতুক নিরোধ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পারিবারিক সহিংসতা(প্রতিরোধ ও সুরক্ষা) আইনের আলোকে বক্তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
