অদ্য ০১/০১/২০২০ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিন পুলিশের উদ্যোগে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গন, রাজশাহীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম ও উর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ সহ থানার অফিসার ইনচার্জগণ। তীব্র এ শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে রাজশাহী মেট্রোপলিন পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে আরএমপি’র কমিশনার বলেন মহানগর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।
