Thursday, 05 December 2024

   08:33:38 AM

logo
logo
রাজশাহী মহানরগীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

9 months ago

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মাদক মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী’র বিজ্ঞ মহানগর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো: মিঠু ওরফে রানা (২৫)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের মো: মিলন হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: শাহীনুর ইসলাম গত ২৫ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ রাতে কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া মোড় থেকে আসামি মিঠুকে গ্রেফতার করেন। এসময় আসামির ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এসআই মো: শাহীনুর ইসলাম আসামি মিঠুর বিরুদ্ধে এজাহার দায়ের করলে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। 

মামলাটি তদন্ত শেষে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: ইমরান হোসেন গত  ২০২২ সালের ৩১ এপ্রিল আসামি মিঠুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে  প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত। আসামি বর্তমানে জেল হাজতে আটক আছে।