Saturday, 21 December 2024

   10:23:46 PM

logo
logo
পিএসজি ছাড়ার ঘোষণা এমবাপের

10 months ago

আরএমপি নিউজ: আগামী মৌসুম থেকে পিএসজির হয়ে খেলবেন না সেটা ক্লাব পরিচালকদের জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। ক্লাবের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখানো ২৫ বছর বয়সী এমবাপ্পে ২০২২-এ পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তাঁর প্যারিসে থাকার কথা।

চুক্তিতে একটি শর্ত ছিল, তিনি চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। কিন্তু সেই শর্ত চালু করেননি এমবাপ্পে। পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা।

ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনো দুই পক্ষ একমত হতে পারেনি। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে এমবাপ্পে আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দেবেন।

সূত্র : একাত্তর ডটটিভি।