Thursday, 16 January 2025

   02:52:28 AM

logo
logo
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি পেলেন ডিএমপির দুইজন অতিরিক্ত কমিশনার

10 months ago

আরএমপি নিউজ : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাগণ হলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এই দুই বিচক্ষণ কর্মকর্তা ১৭তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে এই দুই কর্মকর্তা অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে ডিএমপির দুইজন অতিরিক্ত কমিশনারসহ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস (পুলিশ) এর মোট ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। সূত্র : ডিএমপি নিউজ