Monday, 02 September 2024

   05:20:54 PM

logo
logo
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫০তম সভা অনুষ্ঠিত

6 months ago

আরএমপি নিউজ : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) মো. কামরুল আহসান বিপিএম (বার), র‍্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এম. খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমীন, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (এল অ্যান্ড এএ) মো. মাজহারুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের (অতিরিক্ত আইজিপি) মো. মাহাবুবর রহমান বিপিএম (বার), পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) মো. আমিনুল ইসলাম বিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআরএম) কাজী জিয়া উদ্দিন বিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) ড. শোয়েব রিয়াজ আলম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট) মুনতাসিরুল ইসলাম পিপিএম, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক কাজী মসিহুর রহমান এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরী।