Sunday, 22 December 2024

   08:07:33 AM

logo
logo
মোনাকোর হারে লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

7 months ago

মোনাকোর হারে লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

পরের ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত পিএসজির। কিন্তু তার আগেই উৎসবের উপলক্ষ পেয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পেরা। অলিম্পিক লিওঁর কাছে দুইয়ে থাকা মোনাকো ৩-২ গোলে হেরে যাওয়ায় তিন ম্যাচ বাকি থাকতেই লিগ ওয়ানের শিরোপা জিতে নিল পিএসজি। ৩১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭০, আর মোনাকোর ৫৮।

 

যদিও ম্যাচের প্রথম মিনিটেই উইসাম বেন ইয়েদেরের গোলে এগিয় গিয়েছিল মোনাকো। ২২ মিনিটে অবশ্য সমতা ফেরায় লিওঁ। গোল করেন আলেকসঁদ লাকাজেত। চার মিনিট পর সাইদ বেনরাহমার গোল করলে এগিয়েও যায় লিওঁ।

৬০ মিনিটে ইয়েদেরে আবার গোল করে মোনাকোকে ম্যাচে ফেরান। তবে এই স্বস্তি বেশিক্ষণ টিকেনি। ৮৪ মিনিটে ফোফানার গোল লিওঁকে এনে দেয় দারুণ জয়।

তাতে পিএসজির শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়।

এই নিয়ে লিগ ওয়ানে মোট ১২তম বার শিরোপা জিতল পিএসজি। সবশেষ ১১ মৌসুমের ৯বারই লিগের শিরোপা ঘরে তুলল।

 

সূত্র: কালের কণ্ঠ