Saturday, 18 May 2024

   01:47:36 PM

logo
logo
সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে গ্লুকোজ বিতরণ করেছে আরএমপি'র ট্রাফিক বিভাগ

2 weeks ago

সহকর্মীর হাতে গ্লুকোজ তুলে দিচ্ছেন আরএমপি'র ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার

আরএমপি নিউজ : প্রচণ্ড গরমে রাজশাহী মহানগরীর সড়কগুলোতে কর্তব্যরত পুলিশ সদস্যদের মাঝে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম-এর পক্ষে গ্লুকোজ বিতরণ করেছে আরএমপি'র ট্রাফিক বিভাগ।

আজ ২ মে ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াই টায় নগরবাসীর জনপ্রত্যাশা পূরণে পেশাদারত্বের সঙ্গে বিভিন্ন সড়কে দায়িত্ব পালণরত ট্রাফিক  পুলিশ সদস্যদের মধ্যে গ্লুকোজ পৌঁছে দেন আরএমপি'র ট্রাফিক বিভাগ।

বৈশাখের খরতাপে তীব্র দাবদাহে সারাদেশ। বৈশাখের এই প্রচণ্ড গরমে সবাই যখন একটু স্বস্তির আশায় শীতলতা খুঁজছেন, এমন সময়ও থেমে নেই পুলিশের কর্মতৎপরতা। ট্রাফিক পুলিশের সদস্যগণ বিভিন্ন বৈরী ও প্রতিকূল পরিবেশে রাস্তায় দাঁড়িয়ে তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হয়। রাস্তায় দায়িত্বরত ট্রফিক পুলিশ সদস্যদের তীব্র গরমে কিছুটা স্বস্তি দিতে এ উদ্যোগ গ্রহণ করেন আইজিপি মহোদয়। স্যারের এই উদ্যোগ ট্রাফিকের সকল সদস্যদের এই তীব্র গরমের মাঝেও দায়িত্ব পালনে আরো উদ্বুদ্ধ করবে। এজন্য স্যারের প্রতি আরএমপি ট্রাফিক পুলিশ কৃতজ্ঞ।

গ্লুকোজ বিতরণের সময় পুলিশ সদস্যদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হয়। রাস্তায় দায়িত্বরত ট্রফিক পুলিশ সদস্যগণ দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে দায়্ত্বি পালন করার ফলে হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকে। এ সমস্ত পুলিশ সদস্যদের গ্লুকোজ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে যাদের ডায়াবেটিস এবং হাইপ্রেসার আছে তাদেরকে গ্লুকোজ গ্রহণে সতর্ক হওয়া বা ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে।