Monday, 23 December 2024

   10:45:02 PM

logo
logo
রোপ্য পদক নিয়ে দেশে ফিরলেন রাজশাহীর তালহা

6 months ago

ইন্ডিয়া বাংলাদেশ রোলার স্কেটিং ফ্রেন্ডলী চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ রোপ্য পদক অর্জন করে রাজশাহী থেকে অংশ নেয়া আবু তালহা আন্ডার (৭) ও মেহেদি হাসান।

আবু তালহা রাজশাহীর শিরোইল কলোনি ১৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও রূপরেখা কিশোর মেলার পরিচালক বৃক্ষপ্রেমি ইব্রাহিম হায়দারের ছেলে।

উল্লেখ্য, খেলাটি গত ২৫ মে ২০২৪ ভারতের নদিয়া জেলার কৃষ্ণ নগর স্পোর্টস ভিলেজ এ অনুষ্ঠিত হয়।

সূত্র: ধুমকেতু নিউজ।