Wednesday, 12 August 2020

   03:11:20 AM

logo
ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ কমিশনার এর মতবিনিময় সভা।

10 months ago

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম মহোদয় অদ্য ১৮/০৪/২০১৯ তারিখ ১১.৩০ ঘটিকায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মহানগরের ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পুলিশ কমিশনার মহোদয় প্রথমেই সাংবাদিকবৃন্দের সাথে পরিচিত হন। সাংবাদিকগণ রাজশাহী মহানগরের মাদক, ছিনতাই, যানজট, ফুটপাত দখল, অবৈধ স্থাপনাসহ আরো বিবিধ সমস্যা সমাধানের বিষয়ে পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ কমিশনার মহোদয় সকলের বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা পুনঃব্যাক্ত করেন। এছাড়া ছিনতাই প্রতিরোধে আরএমপি কতৃক আরো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলেন। যানজট, ফুটপাত দখল এবং অবৈধ স্থাপনা সংক্রান্ত
সমস্যাগুলো নিরসনে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান জোরদার করার কথা বলেন। তিনি সাংবাদিকবৃন্দকে সকল ধরনের অপরাধ সম্পর্কে পুলিশকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। আরএমপি’র সকল ভালকাজে সাংবাদিকবৃন্দের সমর্থন ও সহযোগিতার জন্য আহবান জানান।