Monday, 23 December 2024

   07:17:22 AM

logo
logo
আরএমপি'র পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী

5 months ago

আরএমপি নিউজ : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন করেছেন পুনাক সভানেত্রী

আরএমপি পুনাক আজ ২ জুলাই ২০২৪ সকাল ১০ টায় আরএমপি পুলিশ লাইনস্ শাপলা গেট সংলগ্ন আরএমপি'র পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সম্মানিত সভানেত্রী ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের সহধর্মিণী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএমপি'র পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনারের সহধর্মিণী ও সভানেত্রী, আরএমপি, পুনাক  কবিতা সরকারসহ আরএমপি’র পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রী পুলিশ পরিবারের সদস্যদের বিভিন্ন হস্তশিল্পের বিভিন্ন কাজ দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বলেন পুনাক বাংলাদেশ পুলিশের একটি অঙ্গ সংগঠন। পুনাক সগৌরবে পুলিশ পরিবারের কল্যাণে কাজ করে যাচ্ছে। পুনাক থেকে স্বল্প মূল্যে পুলিশ পরিবারের সদস্যদের তৈরিকৃত বিভিন্ন হস্তশিল্প ক্রয় করে সাধারণ জনগণসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।