Tuesday, 25 February 2020

   09:25:44 AM

logo
ভিকটিম সাপোর্ট সেন্টার

1 week ago

অদ্য ১০/০২/২০২০ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় আরএমপি'র সদর দপ্তর কনফারেন্স
রুমে 'ভিকটিম সাপোর্ট সেন্টার' এর স্টিয়ারিং কমিটির ১৮ তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ
কমিশনার জনাব হুমায়ুন কবির বিপিএম, পিপিএম মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন
জনাব সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন), জনাব সালমা বেগম,
পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), এবং জনাব মোঃ
রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) আরএমপি, রাজশাহী। সভায়
উপস্থিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের উপ-পুলিশ কমিশনারবৃন্দ
এবং ১২ থানার অফিসার ইনচার্জ, থানার নারী ও শিশু হেল্প ডেস্ক-এর প্রতিনিধিবর্গ
সহ ভিকটিম সাপোর্ট সেন্টারের সহযোগী এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ' নারী ও
শিশু'র প্রতি ক্রমবর্ধমান সহিংসতার কারণসমূহ চিহ্নিতকরণ এবং উত্তোরণের
বিভিন্ন উপায় সম্পর্কে আলোকপাত করেন।