Thursday, 19 September 2024

   11:11:02 AM

logo
logo
দরপত্র বিজ্ঞপ্তি-২/২০২৪-২০২৫ এর দরপত্র দাখিলের সংশোধিত তারিখ

1 month ago

"The Public Procurment Rules-2008" মোতাবেক ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী'র (ক) কম্পিউটার ও আনুষাঙ্গিক, (খ) অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, (গ) আসবাবপত্র, (ঘ) উৎসব অনুষ্ঠানাদি ও আপ্যায়ন সামগ্রী, (৪) খেলার সামগ্রী, (চ) প্রশিক্ষণ ব্যয় এবং (ছ) বইপত্র ও সাময়িকী ক্রনয়/সরবরাহের নিমিত্ত ঠিকাদার নির্বাচনের জন্য বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ী/সরবরাহকারী/ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকগণের নিকট হতে সিলমোহরকৃত খামে প্রতিযোগিতামূলক দরপত্র এ অফিস স্মারক নং- ৪৪,০১,০০০০.৯৮৮.০৭.০০২.২৪.২৭৩৯ তারিখ- ০৮ জুলাই ২০২৪খ্রিঃ মোতাবেক আহবান করা হয়েছিল যার দরপত্র দাখিল ও দরপত্র খোলার তারিখ ০৫/০৮/২০২৪খ্রিঃ তারিখ নির্ধারণ করা হয়েছিল। সরকার কর্তৃক ১৪৪ ধারা জারি এবং সাধারণ ছুটি ঘোষণা করায় অনিবার্য কারণ বশতঃ উক্ত দরপত্র দাখিলের তারিখ ০৫/০৮/২০২৪খ্রিঃ তারিখ এর পরিবর্তে আগামী ০৮/০৮/২০২৪খ্রিঃ তারিখ বেলা ১২.০০ ঘটিকার মধ্যে দরপত্র দাখিল করতে হবে। উক্ত তারিখে বেলা ১২.৩০ ঘটিকায় দরদাতাগণের উপস্থিতিতে (যদি কেউ উপস্থিত থাকেন) দরপত্র সমূহ খোলা হবে।

গতকাল ০৪ আগস্ট ২০২৪ খ্রি. আরএমপি'র উপ-পুলিশ কমিশনার (সদর) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।