Sunday, 22 December 2024

   07:11:47 PM

logo
logo
দরপত্র বিজ্ঞপ্তির সংশোধিত ওপেনিং ও মূল্যায়নের তারিখ

4 months ago

"The Public Procurment Rules-2008" মোতাবেক ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী'র (ক) কম্পিউটার ও আনুষাঙ্গিক, (খ) অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, (গ) আসবাবপত্র, (ঘ) উৎসব অনুষ্ঠানাদি ও আপ্যায়ন সামগ্রী, (৪) খেলার সামগ্রী, (চ) প্রশিক্ষণ ব্যয় এবং (ছ) বইপত্র ও সাময়িকী ক্রয়/সরবরাহের নিমিত্ত ঠিকাদার নির্বাচনের জন্য বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ী/সরবরাহকারী/ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকগণের নিকট হতে সিলমোহরকৃত খামে প্রতিযোগিতামূলক দরপত্র এ অফিস স্মারক নং- ৪৪,০১,০০০০.৯৮৮.০৭.০০২.২৪.২৭৩৯ তারিখ- ০৮ জুলাই ২০২৪খ্রিঃ মোতাবেক আহবান করা হয়েছিল যা দরপত্র দাখিলের তারিখ ৫/৮/২০২৪খ্রি: তারিখ নির্ধারণ করা হয়েছিল পরবর্তীতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে ৯/৮/২০২৪খ্রিঃ তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু উক্ত তারিখের পূর্বেই আরএমপি সদর দপ্তরের সবকিছু লুটপাট হয়ে যাওয়ায় এবং বর্তমানে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় আগামী ২০/০৮/২০২৪খ্রি: তারিখ বেলা ১২:০০ ঘটিকার সময় আরএমপি সদর দপ্তরে রক্ষিত দরপত্র বাক্সে দরপত্র দাখিলের জন্য নির্ধারিত করা হলো। উক্ত তারিখেই বেলা ১২:৩০ ঘটিকায় উপস্থিত ঠিকাদারদের সামনে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্র বাক্স খোলা হবে।

আজ ১৮ আগস্ট ২০২৪ খ্রি. আরএমপি'র উপ-পুলিশ কমিশনার (সদর) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।