Monday, 17 March 2025

   02:30:15 PM

logo
logo
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার মাসুদ হত্যার ঘটনায় মামলা

6 months ago

আরএমপি নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টোর কিপার আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার।

ঘটনা সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের স্টোর কিপার পদে কর্মরত ছিলেন। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়াটার্স থেকে তার স্কুটি নিয়ে ঔষধ নেওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে গেলে অজ্ঞাতনামা ব্যক্তিরা উপর্যুপরি মারপিট করে।

এসময় মাসুদের শরীরের অবস্থা খারাপ হওয়ায় স্থানীয় থানা পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মাসুদের ভাই মো. বেহেস্তী গতকাল ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে আরএমপি'র মতিহার থানায় একটি হত্যা মামলা রুজু হয়। এই মামলার আসামিদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।