Sunday, 22 December 2024

   04:21:45 PM

logo
logo
আরএমপিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

3 months ago

আরএমপি নিউজ : আরএমপিতে আসন্ন দুর্গাপূজা ও মাজারের নিরাপত্তা এবং তদন্তাধীন মামলার অগ্রগতিসহ বিবিধ বিষয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আজ ২১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১.০০ টায় আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় আরএমপি'র সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জসহ সাব-ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা সভায় আসন্ন দুর্গাপূজা ও মাজারের নিরাপত্তা এবং তদন্তাধীন মামলার অগ্রগতিসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ কমিশনার উপস্থিত আরএমপি’র কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।