Saturday, 21 December 2024

   06:28:30 PM

logo
logo
আরএমপি পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

2 months ago

পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত দুইটি অস্ত্র ও একটি রাবার বুলেট

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) লুট হওয়া দুইটি অস্ত্রসহ একটি রাবার বুলেট উদ্ধার করেছে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গতকাল ০১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১ টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মুক্তমঞ্চ এলাকায় কাশবনের ভিতর সন্দেহজনক একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বস্তার ভিতর থেকে দুইটি অস্ত্র (শর্টগান) ও একটি রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ী ও পুলিশ বক্সে দুস্কৃতিকারীরা ১৬৪ টি আগ্নেয়াস্ত্রসহ সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ যাবৎ ১৪৬ টি অস্ত্র উদ্ধার হয়েছে।

অস্ত্র উদ্ধার তথ্য দিয়ে সহযোগিতা করায়  আরএমপি'র কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। আরএমপি ও যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযান অব্যহত থাকবে।