Sunday, 22 December 2024

   12:12:36 AM

logo
logo
পবা থানার অভিযানে অটোভ্যান চোর গ্রেপ্তার; অটোভ্যান উদ্ধার

1 month ago

উদ্ধারকৃত ভ্যানসহ গ্রেপ্তারকৃত চোর

আরএমপি নিউজ : রাজশাহী জেলার তানোর থানার চাঁদপুর এলাকা থেকে অটোভ্যান চুরির অভিযোগে চোরাই অটোভ্যানসহ এক চোরকে গ্রেপ্তার করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সারোয়ার হোসেন রাকিব (২৮)। সে রাজশাহী জেলার তানোর থানার ভাতরন্দ গ্রামের মো: আব্দুস সালামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ দিবাগত রাতে পবা থানার এসআই এসএম আসিব নাসিব ও তাঁর টিম থানার বিভিন্ন এলাকায় টহল ডিউটি করছিলো। রাত সাড়ে ৪ টায় পবা থানার বাগধানীগামী রোডের তেঘর বিলে চেকপোস্ট করার সময় তাঁরা তানোরে দিক থেকে আসা একটি অটোভ্যানকে থামায়। এরপর অটোভ্যানের চালককে জিজ্ঞাসাবাদ করলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাঁরা অটোভ্যানের গায়ে লেখা মোবাইল নম্বরে ফোন করে মালিককে বিষয়টি জানায়।। অটোভ্যানের মালিক তার গ্যারেজে অটোভ্যানটি না পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার অটোভ্যানটি শনাক্ত করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পবা থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।