Saturday, 21 December 2024

   11:50:46 PM

logo
logo
আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

1 month ago

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর রায়পাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত হলেন মো: আশিক। সে রাজশাহী মহানগরী’র দামকুড়া থানার চরমাজারদিয়া গ্রামের মো: কামরুল শেখের ছেলে।  বর্তমানে সে কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা গ্রামের বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৪ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমার সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার উত্তর রায়পাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: ইমরান হোসেন ও তাঁর টিম গতকাল পৌনে ৯ টায় উত্তর রায়পাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে আসামি আশিককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।