আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।
আজ ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সভায় পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করি। কিছু স্বার্থন্বের্ষী মহল এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অপতৎপরতা শুরু করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি রাজশাহীতে বিভিন্ন ধর্মীয় ও গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা সমাবেশের মাধ্যমে সকলকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন। রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আরএমপি'র উদ্যোগে বিভিন্ন থানায় স্থানীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ও অন্যান্য কমিউনিটিদের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা সমাবেশে করা হচ্ছে বলে তিনি জানান। তিনি গুজব প্রতিরোধসহ যেকোনো প্রয়োজনে আরএমপি'র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপি’র পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ আরএমপি'র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরীর হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস (সান্টু), সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, পূজা উদযাপন কমিটি, মন্দির কমিটি ও ইসকন মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রতিনিধিবৃন্দ।