Thursday, 12 December 2024

   05:47:14 AM

logo
logo
আরএমপি'র বেলপুকুর থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

1 day ago

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরী’র বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: জিসান আহম্মদে ভুট্টু (২০) ও মো: আবুজর আলী (২০)। জিসান রাজশাহী মহানগরীর বলেপুকুর থানার বলেপুকুরয়িা গটেপাড়া এলাকার মো: জাহদিুল ইসলামরে ছলে। আবুজর একই এলাকার মধ্যপাড়া এলাকার মৃত আরমান আলীর ছলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৯ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রত সোয়া ১১ টায় আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার বেলপুকুরিয়া এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার এসআই মো: জাহিদ হাসান ও তাঁর টিমটি গতকাল রাত সাড়ে ১১ বেলপুকুর থানার বেলপুকুরিয়া এলাকার অভিযান পরিচালনা করে আসামি জিসান ও আবুজরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।