আরএমপি নিউজ : রাজশাহী জেলার বাঘা থানার জোতকাদিরপুর এলাকা থেকে এক ব্যক্তিকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামির হলেন মো: নাজমুল শাহা (৫৩)। সে রাজশাহী জেলার বাঘা থানার কাদিরপুর এলাকার মৃত কাছের উদ্দিনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মো: মাহবুব আলম ফোর্স-সহ ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাত সাড়ে ১০ টায় বাঘা থানার পাকুরিয়া বাজার বেলালের মোড়ে ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানার জোতকাদিরপুর এলাকায় এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মো: মাহবুব আলম ফোর্স-সহ ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাত পৌনে ১১ টায় অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ১১ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: নাজমুল শাহার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা বাজার করা ব্যাগের মধ্যে হতে ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: নাজমুল শাহার বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।