আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর মোড় থেকে পথ ভুলে যাওয়া এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।
উদ্ধারকৃত নারীর নাম সুলতানা ইয়াসমিন। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাঁতীপাড়ার মো: বাবলুর মেয়ে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাতে দামকুড়া থানা পুলিশ থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তারা জানতে পারেন দামকুড়া থানার হরিপুর মোড়ে মানসিক ভারসাম্যহীন এক নারী ঘোরাফেরা করছেন। তখন থানা পুলিশের ঐ টিম সেখানে উপস্থিত হয়ে তাঁর সাথে কথা বলে জানতে পারে, পথ ভুলে এখানে চলে এসেছেন। তখন পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম তাঁর সঙ্গে কথা বলে জানতে পারেন, সে একজন মানসিক ভারসাম্যহীন এবং তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাঁতীপাড়ায় এবং সে একজন মানসিক ভারসাম্যহীন। তারপর অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট ইউপি সদস্যের সঙ্গে কথা বলে ঐ নারীর পিতার সাথে যোগাযোগ করেন।
সংবাদ পেয়ে ঐ নারীর পিতা মো: বাবলু আজ বিকেল ৩ টায় দামকুড়া থানায় আসলে তাকে তার পিতার কাছে তুলে দেওয়া হয়। মেয়েকে ফিরে পেয়ে তার পিতা অত্যন্ত আনন্দিত। পুলিশের পেশাদারিত্বের জন্য তারা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তার পিতা বাবলু জানায়, রাজশাহীর মোহনপুরে তার মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু পরবর্তীতে সম্পর্কের মধ্যে অমিলের কারণে তাদের বিচ্ছেদ ঘটে। এই থেকে তার মেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং প্রায়ই কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যায়।