Wednesday, 15 January 2025

   04:18:37 PM

logo
logo
বিট পুলিশিং

4 years ago

২২/০২/২০২০ তারিখ বিকেলে কাশিয়াডাঙ্গা থানার ৫ নং বিট ইনচার্জ এসআই/মোঃ তাজউদ্দিন ও এএসআই/মোঃ রুফাতুল ইসলাম এর উদ্যোগে কাশিয়াডাঙ্গা থানাধীন হারুপুর এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র সহকারী পুলিশ কমিশনার(ক্রাইম) জনাব সোনিয়া পারভীন। আরো উপস্থিত ছিলেন এসআই/মুসতারী, ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপি রাজশাহী সহ অনেকে। উক্ত উঠান বৈঠকে বক্তাগণ ভিকটিম সাপোর্ট সেন্টারের বিভিন্ন সেবা, জাতীয় জরুরি সেবা, মাদক ও ইন্টারনেট আসক্তির কুফল সম্পর্কে সচেতন থাকার আহবান জানান। বৈঠক শেষে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবাসমূহের লিফলেট ও ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ করা হয়।