logo

Rajshahi Metropolitan Police

Rajshahi, Bangladesh

আরএমপি পুলিশ অভিযান, মোট আটক ৬০ ও মাদকদ্রব্য উদ্ধার

4 months ago

গত ২৮/০৪/২০১৯ ইং তারিখ ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৬০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ০৭ জন, চন্দ্রিমা থানা ০৭ জন, মতিহার থানা ০৫ জন, কাটাখালি থানা ০২ জন,
বেলপুকুর থানা ০২ জন, শাহমখদুম থানা ০২ জন, এয়ারপোর্ট থানা ০২ জন, পবা থানা ০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ০৮ জন, কর্ণহার থানা ০২ জন, দামকুড়া থানা ০৪ জন ও ডিবি পুলিশ ০৩ জনকে আটক করে। যার মধ্যে ২৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ(১)সৈয়দ আব্দুলাহ আল মোবারক@লিটন(৩৫) কে ২১ পিস ইয়াবাসহ আটক করে, (২)ফয়সাল আহমেদ(২৩) কে ২৫ পিস ইয়াবাসহ আটক করে, (৩)শামীম(৩৪) কে ১৬ পিস ইয়াবাসহ আটক করে, (৪)আব্দুলাহ(২৮) কে ৭৭ পিস ইয়াবাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ(১)মোঃ ওমর ফারুক(৩২) কে ০৩ গ্রাম হেরোইনসহ আটক করে, (২) মোঃ সাগর আলী(২৫) কে ১০০ পিস ইয়াবাসহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ(১)মোঃ রিমন@ইমন কে ১০ পিস ইয়াবাসহ আটক করে।
বেলপুকুর থানা পুলিশ (১)মোঃ শহিদুল ইসলাম(২২) কে ০২ গ্রাম হেরোইনসহ আটক করে। পবা থানা পুলিশ(১)মোঃ মতিউর(২৮) কে ০৮ লিটার মদসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ(১)মোঃ জুবাইদুর রহমান(৩৭) কে ০৩ গ্রাম হেরোইনসহ আটক করে, (২)মোঃ রুবেল ইসলাম(৪৫) কে ০২ গ্রাম হেরোইনসহ আটক করে, (৩)মোঃ নুর শরীফ(২৮) কে ১০ পিস ইয়াবাসহ আটক করে, (৪)মোঃ পিটার আলী(২৩) কে ১৫ পিস ইয়াবাসহ আটক করে। কর্ণহার থানা পুলিশ (১)মোঃ রাজীব(২৫) কে ৬০ গ্রাম গাঁজাসহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ সাগর আলী(২৫) কে ১০০ পিস ইয়াবাসহ আটক করে, (২) পিটার আলী(২৬) কে ১৫ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।