Sunday, 22 December 2024

   12:27:24 PM

logo
logo
জননিরাপত্তা প্রদানে বৃহৎ পরিসরে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান আইজিপি'র

4 years ago

জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বৃহৎ পরিসরে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
আইজিপি আজ বুধবার দুপুরে ডেমরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের 'পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্স' এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে এ আহ্বান জানান।
আইজিপি বলেন, পুলিশ ফোর্সের স্বস্তিদায়ক অবস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে তারা দ্রুততম সময়ে জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করতে পারে। তিনি পূর্বাঞ্চল পুলিশ লাইন্সকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন উন্নত পুলিশ লাইন্স হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
আইজিপি প্রকল্পের কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত প্রকল্পের কাজ সমাপ্তির নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, অতিরিক্ত আইজি মোঃ শাহাব উদ্দীন কোরেশী প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
আইজিপি পুলিশ লাইন্স চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।