logo

Rajshahi Metropolitan Police

Rajshahi, Bangladesh

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী এর উদ্যেগে ঈদ বস্ত্র বিতরন

3 weeks ago

পবিত্র ঈদ-উল ফিতর উৎসব সকলের জন্য হোক নির্মল আনন্দময়। এই লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী এর উদ্যেগে আজ ৩১ মে ২০১৯ শুক্রবার জুমার নামাজ আদায় শেষে আরএমপি পুলিশ লাইন্সে এতিম ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম পিপিএম
মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ তানভীর হায়দার চৌধুরী, উপ পুলিশ কমিশনার(বোয়ালিয়া) জনাব মোঃ আমীর জাফর, উপ পুলিশ কমিশনার(মতিহার) জনাব মোঃ সাজিদ হোসেন, , উপ পুলিশ কমিশনার(শাহমখদুম) জনাব মোঃ হেমায়েত , উপ পুলিশ কমিশনার(কাশিয়াডাঙ্গা) জনাব মোঃ জায়নাল আবেদনী, উপ-পুলিশ কমিশনার(গোয়েন্দা শাখা) জনাব আবু আহম্মেদ আল মামুন সহ আরএমপির উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।