Saturday, 20 April 2024

   04:24:35 PM

logo
logo
রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অভিযানে ১৮ জন দালাল আটক

3 years ago

রাজশাহী মহানগরীকে মডেল মহানগরীতে প্রতিষ্ঠার লক্ষে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে অবিরাম কাজ করে যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এরই ধারবাহিকতায় পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে এবং গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন এর তত্ত¡াবধায়নে সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা শাখা, আরএমপি রাজশাহী এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আমিনুর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় অদ্য ইং-১৮/১১/২০২০ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় ঝটিকা অভিযান পরিচালনা করে রাজপাড়া থানাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ও জরুরী বিভাগের সামনে হতে পুরুষ ও নারী সহ দালালচক্রের মোট  ১৮ জন সদস্য ১। আরিফ শেখ(৫০), পিতা-মৃত ওসমান শেখ, ২। শ্রী প্রসাদ কুমার দাস(২৫), পিতা-মৃত শ্রী লক্ষন চন্দ্র দাস, উভয় সাং-কাজীহাটা, ৩। মোঃ শামসুজ্জোহা ভুট্টু(৪০), পিতা-মৃত বজলুর রহমান, সাং-লক্ষীপুর, ৪। মোঃ নাইম হোসেন(৩২), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-লক্ষীপুর ভাটাপাড়া, ৫। মোঃ শফিউল ইসলামশুভ(২৫), পিতা-মোঃ সাবজাল হক, সাং-মিঠুরমোড়, ৬। মোঃ রফিকুল ইসলাম বাবু(৩৭), পিতা-মৃত আমিনুল ইসলাম, সাং-বহরমপুর মধ্যপাড়া, ৭। মোঃ মোটাস-সিম ইসলাম রুপক(২৬), পিতা-মোঃ রফিকুল ইসলাম সেলিম, সাং-বহরমপুর, ৮। মোঃ তুহিন(৫০), পিতা-মৃত শাসমু্িদ্দন, সাং-আলীগঞ্জ নবিনপাড়া, ৯। মোঃ সেলিম রেজা জনি(৩০), পিতা-মোঃ হাসিম উদ্দিন, সাং-সিপাইপাড়া, ১০। মোঃ দেলোয়ার হোসেন টনি(২৮), পিতা-তারা, সাং-চন্ডিপুর কদমতলার মোড়, সর্ব থানা-রাজপাড়া,  ১১। মোঃ রুবেল রানা(৩৫), পিতা-মৃত নুর ইসলাম, সাং-পূর্ব মোল্লাপাড়া, ১২। মোঃ মুকুল হোসেন(৩৮), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-হড়গ্রাম শেখপাড়া, উভয় থানা-কাশিয়াডাঙ্গা, ১৩। মুসলিমা বেগম(৩৬), পিতা-মোঃ মোজাফ্ফর হোসেন, স্বামী-তাজিমুল ইসলাম, সাং-আলীগঞ্জ নবিনপাড়া, ১৪। মোসাঃ পেয়ারা বেগম(৩০), স্বামী-মোঃ দেলোয়ার হোসেন টনি, সাং-চন্ডিপুর কদমতলার মোড়, উভয় থানা-রাজপাড়া, ১৫। মোসাঃ পলি বেগম(৩৫), স্বামী-মোঃ আঃ খালেক, সাং-মোল্লাপাড়া, থানা-কাশিয়াডাঙ্গা, ১৬। মোঃ এনামুল হোসেন(৩০), পিতা-মৃত সমির উদ্দিন, সাং-পাঁচবাড়ী, থানা-সদর, জেলা-দিনাজপুর, বর্তমান সাং-বহরমপুর ব্যাংক কলোনী, থানা-রাজপাড়া, সর্ব আরএমপি, রাজশাহী, ১৭। মোঃ রবিউল আওয়াল(২৮), পিতা-মোঃ সৈয়দ আহম্মেদ, সাং-বরকতপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী, ১৮। সুমন কুমার তলাপাত্র(৩২), পিতা-সুকদেব তলাপাত্র, সাং-চাটমোহর, থানা-চাটমোহর, জেলা-পাবনাদের আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।