Help Line

You are under surveillance.
Your IP: 34.228.52.21

  • Emergency Helpline : 999
  • RMP Control Room : 01320063998
  • RMP Control Room Inspector : 01320063999

মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার।

News

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত আদেশ ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স
কাজীহাটা, রাজশাহী-৬০০০ 
rmp.gov.bd

আদেশ নং- তারিখ ঃ        /১০/২০১৯ খ্রিঃ।

আদেশ

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত আমি নিম্নস্বাক্ষরকারী পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬(ঢ), ২৯(ক), ২৯(খ) ধারা এবং মাদক দ্রব্য আইনের অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় ০৪ অক্টোবর/২০১৯ খ্রিঃ হতে ০৮ অক্টোবর/২০১৯ খ্রিঃ পর্যন্ত সকল প্রকার অস্ত্র, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, ব্যবহার, পূজামন্ডপ ও তার আশেপাশে বা র‌্যালি চলাকালে ও প্রতিমা বিসর্জনকালে কোন ধরণের মাদক ও নেশাজাতীয় দ্রব্য সেবন এবং পূজা বিসর্জনের দিন উচ্চস্বরে মাইক বাজানো ও গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করলাম। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



(মোঃ হুমায়ুন কবির, বিপিএম-সেবা, পিপিএম)
বিপি-৬৪৯১০০৮২৬২
পুলিশ কমিশনার 
রাজশাহী মহানগর পুলিশ, রাজশাহী।

pdf file
Published on 07-Oct-2019