Friday, 15 November 2024

   01:20:50 AM

logo
logo
ক্র্যাবের নতুন সভাপতি মিজান মালিক, সম্পাদক আলাউদ্দিন আরিফ

3 years ago

আরএমপি নিউজ: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দৈনিক যুগান্তরের মিজান মালিক সভাপতি ও দেশ রূপান্তরের আলাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে দৈনিক যুগান্তরের মিজান মালিক পেয়েছেন ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১০৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে দেশ রূপান্তরের আলাউদ্দিন আরিফ ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১০৯ ভোট।

সহ-সভাপতি পদে নিত্য গোপাল তুতু ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহ. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১২০ ভোট। যুগ্ম সম্পাদক পদে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান-উজ-জামান। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ রানা পেয়েছেন ১০৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার আরিফ ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপন দেওয়ান পেয়েছেন ১০২ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র মিজান ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার হানিফ রাজা পেয়েছে ৭২ ভোট। অর্থ সম্পাদক পদে মো. এমদাদুল হক খান ভোট ১৫৯ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হরলাল রায় সাগর ৯৬ ভোট পেয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর হোসেন বাবু পেয়েছেন ৮৩ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে গোলাম সাত্তার রনি ১৫৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন, এস. এম মিন্টু হোসেন ১৪৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এবং কাজী জামশেদ নাজিম ১৩৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতরা হচ্ছেন: সাজ্জাদ মাহমুদ খান প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক, এস. এম. ইসমাঈল হুসাইন ইমু দফতর সম্পাদক, নাহিদ তন্ময় কল্যাণ সম্পাদক, রুদ্র রাসেল আন্তর্জাতিক সম্পাদক।

গতকাল (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান পারভেজ খান।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট বাতিল হয়েছে ৭টি। সূত্র:বাসস