আরএমপি নিউজঃ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (১৩ জানুয়ারি) পিএসসি এই দুটি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৪২তম বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুই বিসিএসের পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।