Wednesday, 13 November 2024

   01:01:15 PM

logo
logo
বিশ্ব করোনা ভাইরাস আপডেট

3 years ago

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে আরো প্রায় সোয়া ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন পৌনে ৫ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৩ ফেব্রুয়ারি, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ১৮৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২২ লাখ ৬২ হাজার ৭৩৩ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৭ কোটি ৬২ লাখ ৫২ হাজার ২ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৭০ লাখ ২৭ হাজার ৩৪৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৭ লাখ ৭৮ হাজার ২০৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৯২ লাখ ৮৬ হাজার ২৫৬ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩৮ লাখ ৮৪ হাজার ৭৩০ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৩৮ লাখ ৫২ হাজার ৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ফ্রান্স (৩২ লাখ ২৪ হাজার ৭৯৮ জন), স্পেন (২৮ লাখ ৮১ হাজার ৭৯৩ জন), ইতালি (২৫ লাখ ৭০ হাজার ৬০৮ জন), তুরস্ক (২৪ লাখ ৯২ হাজার ৯৭৭ জন) ও জার্মানি (২২ লাখ ৩৯ হাজার ৯৪৩ জন)।

কোভিড-১৯ মহামারীতে মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু বেড়ে ৪ লাখ ৫৭ হাজার ৮৫৬ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ লাখ ২৬ হাজার ৩৮৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। মেক্সিকোতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৯ হাজার ৫৩৩ জন। এছাড়া ভারতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার ৬৩৫ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ১ লাখ ৮ হাজার ১৩ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৮৯ হাজার ৩৪৪ জন), ফ্রান্স (মৃত্যু ৭৭ হাজার ২৩৮ জন), রাশিয়া (মৃত্যু ৭৪ হাজার ১৫৮ জন), স্পেন (মৃত্যু ৫৯ হাজার ৮০৫ জন) ও জার্মানি (৫৯ হাজার ৩৮৬ জন)।

এছাড়া ইরানে ৫৮ হাজার ১১০ জন (১১তম), কলম্বিয়ায় ৫৪ হাজার ৫৭৬ জন (১২তম), আর্জেন্টিনায় ৪৮ হাজার ৪২৬ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ৪৪ হাজার ৯৪৬ জন (১৪তম), পেরুতে ৪১ হাজার ৩৫৪ জন (১৫তম), পোল্যান্ডে ৩৭ হাজার ৪৭৬ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ৩০ হাজার ৫৮১ জন (১৭তম), তুরস্কে ২৬ হাজার ২৩৭ জন (১৮তম), ইউক্রেনে ২২ হাজার ৯২৪ জন (১৯তম) ও বেলজিয়ামে ২১ হাজার ১২৪ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।