সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মঙ্গলবার সকালে জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির ২০০ কেজি ওজনের বাঘাইড় মাছ।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে লালবাজার বাজারে মাছটি বিক্রির জন্য তোলা হয়। সিলেট শহরে মাছের জন্য প্রসিদ্ধ বাজারগুলোর মধ্যে বড় দুটি বাজারের একটি বন্দরবাজার এলাকার লালবাজার। এদিকে, বাজারে বিশাল আকারের বাগাড় মাছ আনার খবর শুনে অনেক উৎসুক মানুষ ভিড় জমান।
মাছটির সর্বোচ্চ দাম হাঁকানো হয় সাড়ে ৩ লাখ টাকা। তবে মাছটির বিক্রেতা আনোয়ার হোসেন এ দামে সন্তুষ্ট ছিলেন না। তিনি তার মনমতো দামে আস্ত মাছ কেনার ক্রেতা না থাকায় তিনি মাছটি কেটে কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নেন। এভাবে বিক্রি করলে প্রতি কেজি আড়াই থেকে দুই হাজার টাকায় বিক্রি করবেন বলে জানান আনোয়ার হোসেন।
মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, আমি ও আমার ভাই বিল্লাল হোসেন মিলে মাছের ব্যবসা করি। সাধারণত এত বড় মাছ আস্ত কেনার কেউ থাকে না। এ জন্য কেটে কেজি দরে বিক্রি করতে হয়।