Thursday, 14 November 2024

   07:23:39 PM

logo
logo
বাদ জোহর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন কবরী

3 years ago

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সাবেক সংসদ সদস্য সদ্য প্রয়াত সারাহ বেগম কবরীকে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত করা হবে। শনিবার বাদ জোহর বনানী কবরস্থান এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে প্রিয় অভিনেত্রীর ছেলে শাকের চিশতী।

শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী (ইন্না… রাজিউন)। বয়স হয়েছিল ৭১ বছর।

কবরী ছিলেন বাংলা সিনেমার ‘মিষ্টি মেয়ে’। করোনায় আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় চলে গেলেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা নিয়ে একটা সময় তিনি চলে যান ক্যামেরার পেছনে। শুরু করেন সিনেমা পরিচালনা। তার পরিচালনায় নির্মিত সর্বশেষ ছবিটির কাজ অসম্পূর্ণই রয়ে গেল।  

গত ৫ এপ্রিল অভিনেত্রী কবরীর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষপর্যন্ত তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল।