সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশে চলমান লকডাউন পরিস্থিতির কারণে বাংলাদেশ হতে আন্তর্জাতিক সকল রুটে ফ্লাইট/বিমান চলাচল বন্ধ রয়েছে। তা স্বত্তেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত অসংখ্য বাংলাদেশীদের সার্বিক বিষয়াবলী বিবেচনায় বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে জরুরী ভিত্তিতে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু যাত্রীদের ফ্লাইট সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ সিদ্ধান্তের আওতায় ইতোমধ্যে বাংলাদেশ হতে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট ৫টি রুটে বিমান চলাচল শুরু হয়েছে ।
বাংলাদেশ হতে যে ৫টি দেশে যাত্রী গমনে সেবা দেয়া হবেঃ
১। সৌদি আরব
২। সংযুক্ত আরব আমিরাত
৩। ওমান
৪। কাতার
৫। সিংগাপুর
যাঁরা উপরোক্ত দেশ সমুহে বিশেষ ফ্লাইটে যেতে পারবেনঃ
১) প্রবাসী শ্রমিক যারা ছুটিতে বাংলাদেশে এসে আটকা পড়েছেন তারা ওয়ার্ক পারমিট / আকামা দেখিয়ে যেতে পারবেন।
২) ভিজিট ভিসায় গমনেচ্ছু যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র (ইগঊঞ কার্ড যদি থাকে) নিয়ে শুধুমাত্র কাজের উদ্দেশ্যে যেতে পারবেন। এক্ষেত্রে বিমানবন্দরস্থ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি যাত্রী, এয়ারলাইনস এবং ইমিগ্রেশনকে সাহায্য করবেন।
যাঁরা এই সেবাটি নিতে পারবেন নাঃ
যাঁরা মধ্যপ্রচ্যে কোনো পেশায় নিয়োজিত নন (পরিবার পরিজন)
উল্লিখিত ৫ টি দেশ ব্যতিত অন্যান্য দেশে গমনেচ্ছু যাত্রীগণ
সহযোগীতায়ঃ ইমিগ্রেশন পুলিশ, এসবি।
নিজে সচেতন হই অন্যকে সচেতন করি নিরাপদ জীবন গড়ি
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, বাংলাদেশ পুলিশ
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা