যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে দেশের সব দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে বলে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২০ এপ্রিল ২০২১ তারিখ জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনার অনুবৃত্তিক্রমে ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এই নির্দেশনা জারি করা হয়েছে।