আরএমপি নিউজঃ শহীদ মুক্তিযোদ্ধা আতাহার উদ্দিন বিশ্বাস ১৯৫০ সালে ফরিদপুর জেলার পাংশা থানার বিরাহিমপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত মোঃ মেছের আলী বিশ্বাস ও মায়ের নাম মোছাঃ বেলজান নেছা বিশ্বাস। ছয় ভেইয়ের মধ্যে তিনি ছিলেন পিতা-মাতার দ্বিতীয় সন্তান।
তিনি মেঘনা প্রাথমিক বিদ্যালয় ও মসাই মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করেন।
১৯৬৯ সালে তিনি পটুয়াখালী জেলায় কনস্টেবল পদে যোগদান করেন। কর্মজীবনে তিনি পটুয়াখালী এবং ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কনস্টেবল পদে ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন। তার কনস্টেবল নং-১২৫।
তিনি প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণ করেন। পাকবাহিনীর হাতে ময়মনসিংহ পতনের পর ১১নং সেক্টরে যোগদান করেন। তিনি সিলেট সীমান্তের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। ২০ অক্টোবর সিলেট জেলায় পাকবাহিনীর বিরুদ্ধে আক্রমণে সম্মুখ যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন। আজও তার মৃতদেহ খুজে পাওয়া যায় নাই।
মুক্তিযু্দ্ধকালীন সময়ে শহীদের পরিবারের লোকজন ভারতে আশ্রয় গ্রহণ করেন।