পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
আজ সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারি কাজী মাসুদুর রহমান।
করোনাভাইরাস পরিস্থিতিতে নিরাপদ শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদের জামাতে অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। সকাল ৯ টায় হয় তৃতীয় জামাত হয় । চতুর্থ জামাত সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত হয় বেলা পৌনে ১১টায়।