আরএমপি নিউজ: ২০২০ সালে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক থেকে দ্বিগুণেরও বেশি আয় করেছ চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স। প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বিবিসি।
ফাঁস হওয়া এক মেমোর তথ্যানুযায়ী, ২০২০ সালে বাইটড্যান্সের আয় ১১১ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৩০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। আয়ের এ পরিমাণ বিশ্বজুড়ের টিকটকের চলমান জনপ্রিয়তাকেই নির্দেশ করে। বাইটড্যান্সসহ চীনের অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর যখন বিশ্বের বিভিন্ন দেশের সরকার চাপ প্রয়োগ করছে, সেই মুহূর্তে এ আয়ের তথ্য প্রকাশ পেয়েছে।
বাইটড্যান্স তাদের বার্ষিক মুনাফাতেও ৯৩ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। ফলে তাদের আয় ১ হাজার ৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। সেই সঙ্গে তারা একই সময়ে ৪ হাজার ৫০০ কোটি ডলার ক্ষয়ক্ষতির সম্মুখীনও হয়েছে।
প্রকাশিত মেমোর তথ্যানুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে বাইটড্যান্সের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১৯০ কোটি ছাড়িয়ে গেছে।বাইটড্যান্সের একজন মুখপাত্র এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।খবর:বনিকবার্তা