Friday, 15 November 2024

   09:22:07 AM

logo
logo
আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়

5 years ago

অদ্য ০৮.০৯..২০১৯ খ্রিঃ তারিখ বেলা ১১ ঘটিকায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম পিপিএম মহোদয়। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। কমিশনার মহোদয় সভার শুরুতেই পারফরম্যান্স এর উপর ভিত্তি করে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, শ্রেষ্ঠ উদ্ধারকারী, শ্রেষ্ঠ সিটিএসবি অফিসার, শ্রেষ্ঠ কোর্ট অফিসার এবং বিশেষ পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করেন। পরবর্তীতে রাজশাহী মহানগরীর অপরাধ বিষয়ক বিবিধ আলোচনা শেষে অপরাধ সভায় পুলিশ কমিশনার মহোদয় চলমান মাদক বিরোধী অভিযান আরো বেশি জোরদার ও গ্যাং কালচার/কিশোর অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি এবং জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করার দিক নির্দেশ প্রদান করেন। সেই সাথে নগরবাসীকে ট্রাফিক আইন মানানোর ক্ষেত্রে ট্রাফিক বিভাগকে ট্রাফিক বিষয়ক সচেতনতা বাড়ানোর পরামর্শ প্রদান করেন। মহানগরীকে মাদক সন্ত্রাস এবং জঙ্গিমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, পিপিএম-সেবা, আরএমপি রাজশাহী , উপ-কমিশনার (সদর) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।