Friday, 15 November 2024

   09:22:36 AM

logo
logo
মোট আটক ৬৯ জন ও মাদকদ্রব্য উদ্ধার.

5 years ago

গত ২৪ ঘন্টায় (২৯/১০/২০১৯ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৮ জন, চন্দ্রিমা থানা-১৭ জন, মতিহার থানা-১০ জন, কাটাখালী থানা-০৭, বেলপুকুর থানা-০২, শাহমখদুম থানা-০৫, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, কর্ণহার থানা-০২ জন, দামকুড়া থানা-০১ ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে ৩৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ সিরাজুল ইসলাম (৩৬) কে ১০৫ গ্রাম হেরোইনসহ আটক করে, (২) রফিকুল ইসলাম লালন (৩০) ও (৩) মোঃ রুহুল আমিন (২০) দ্বয়কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ আজিজুল (২৭) কে ০৫ গ্রাম হেরোইন ও ২০ গ্রাম শুকনা গাঁজাসহ আটক করে, (২) মোঃ সাগর আলী (২০) ও (৩) মোঃ ইমু (১৯) দ্বয়কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ গ্রাম হেরোইনসহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ আতিকুল ইসলাম (১৯) কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১)  মোঃ হাসিবুল ইসলাম (২৮) ও (২) মোঃ তাইজুদ্দিন (৪৫) দ্বয়কে ০৯ গ্রাম হেরোইনসহ আটক করে। ও ডিবি পুলিশ (১) মোঃ ফয়সাল আহমেদ @চঞ্চল (২০) কে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।