Wednesday, 13 November 2024

   07:06:18 AM

logo
logo
ইউটিউব ভিডিওর লিংকের মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা

9 months ago

ইউটিউব ভিডিওর লিংকের মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা

ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন অপশনে থাকা লিংকের মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছে একদল হ্যাকার। ইউটিউব ব্যবহারকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন জনপ্রিয় সফটওয়্যারের পাইরেটেড সংস্করণ নামানোর প্রলোভন দেখিয়ে ‘লুমা স্টিলার’ নামের একটি ম্যালওয়্যার ছড়াচ্ছে তারা। ইউটিউব ভিডিওর লিংকের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর এ ঘটনা শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফর্টিনেট ফর্টিগার্ড ল্যাবসের গবেষক ক্যারা লিন।

নতুন ঘরানার এ ম্যালওয়্যার হামলার বিষয়ে ক্যারা লিন জানিয়েছেন, ম্যালওয়্যার ছড়ানোর জন্য ব্যবহৃত ইউটিউব ভিডিওতে ক্র্যাকট অ্যাপ্লিকেশন বা পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের কৌশল শেখানোর কথা বলা হয়। শুধু তা–ই নয়, সফটওয়্যারগুলো নামানোর লিংকও সংক্ষিপ্ত করে ভিডিও ডেসক্রিপশন অপশনে দেওয়া থাকে। ফলে সফটওয়্যারগুলো নামালেই যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যারটি প্রবেশ করে।

ফর্টিনেট ফর্টিগার্ড ল্যাবসের তথ্যমতে, ভেগাস প্রো–এর মতো বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যারের পাইরেটেডে সংস্করণ অনেকেই অনলাইনে খোঁজ করেন। ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে হ্যাকাররা। লুমা স্টিলার নামের ম্যালওয়্যারটি যন্ত্রে প্রবেশ করেই গোপনে ব্যবহারকারীদের সব তথ্য সংগ্রহ করে হ্যাকারদের পাঠাতে থাকে।

ইউটিউব ভিডিওর লিংকের মাধ্যমে ম্যালওয়্যার হামলা থেকে নিরাপদ থাকতে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। পাশাপাশি টরেন্ট বা অপরিচিত ওয়েবসাইট থেকে সফটওয়্যার নামানোর ক্ষেত্রেও সচেতন থাকতে বলেছেন তাঁরা।  
 

সূত্র: দ্য হ্যাকার নিউজ