পাহাড়, জঙ্গলে গেলে অনেক সময়েই ইন্টারনেট থাকে না। ফলে, গুগল ম্যাপ দেখে গন্তব্যে পৌঁছাতে অসুবিধে হয়। আজ রইল বিশেষ টিপস। এই পদ্ধতিতে ইন্টারনেট কাজ না করলেও গুগল ম্যাপ অনায়াসেই আপনাকে গাইড করবে।
কীভাবে অফলাইনে কাজ করবে গুগল ম্যাপ?
গুগল ম্যাপে একটি অফলাইন ফিচার রয়েছে। এই ফিচারের মাধ্যমেই ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে অ্যাপটি।
অফলাইনে ম্যাপ দেখার পদ্ধতি
আপনি যে এলাকায় যাচ্ছেন সেই এলাকার নাম গুগল ম্যাপে সার্চ করে নিন। এবার ম্যাপের ওপর ওই এলাকার নামটি ক্লিক করুন। এবার দেখবেন স্ক্রিনের নিচে ডাউনলোড অপশন রয়েছে। সেখানে গিয়ে ম্যাপটি ডাউনলোড করে নিন। এবার ইন্টারনেট না থাকলেও অনায়াসেই গুগল ম্যাপ দেখে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
সূত্র: ইত্তেফাক।