আরএমপি নিউজ : মোটরসাইকেলের চালক ও সহযাত্রীদের জন্য 'নো হেলমেট, নো ফুয়েল' নির্দেশনা জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা।
গত ২০ মে ২০২৪ রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো: মনিরুল আলম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে ২০১৭ সালের সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনের ১০ ধারা অধীন গঠিত উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী মোটরসাইকেল চালক এবং তার সহযাত্রীকে আবশ্যিকভাবে বিএসটিআই কর্তৃক নির্ধারিত মানের হেলমেট পরিধান করতে হবে। কোনো মোটরসাইকেল চালক ও সহযাত্রী হেলমেট ব্যবহার না করলে উক্ত মোটরসাইকেলে কোনো প্রকার জ্বালানি সরবরাহ করা যাবে না। এই পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১২৪ ধারার ক্ষমতাবলে মোটরসাইকেলের চালক ও সহযাত্রীদের জন্য 'নো হেলমেট, নো ফুয়েল' নির্দেশনা জারি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে মোটরসাইকেলের চালক/রিফুয়েলিং স্টেশনের মালিকগণ এই নির্দেশনা অনুসরণ করবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২(১) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।