Friday, 27 December 2024

   03:35:24 PM

logo
logo
আফগানিস্তানে কমপক্ষে ২৫ তালেবান নিহত

4 years ago

আরএমপি নিউজ: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নওয়া জেলায় সেনা অভিযান চলাকালে দুই বিভাগীয় কমান্ডারসহ কমপক্ষে ২৫ তালেবান নিহত ও আটজন আহত হয়েছে। সামরিক বাহিনী শনিবার এ কথা জানায়। খবর সিনহুয়া’র।

আফগান সেনাবাহিনীর কোর ২১৫ মাইওয়ান্দ এক বিবৃতিতে জানিয়েছে, “আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস (এএনডিএসএফ) শুক্রবার হেলমান্দের নাও-ই-বারাকজাই এলাকায় সক্রিয় প্রতিরক্ষা অবস্থার ওপর ভিত্তি করে অভিযান চালালে এই তালেবান সদস্যরা হতাহত হয়।” এএনডিএসএফ-এর অবস্থানগুলিতে প্রায়শ হামলা প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে তাদের তৎপরতা বিঘ্নিত করাই এই অভিযানের উদ্দেশ্য।

এএনডিএসএফ কাবুল থেকে ৫৫৫ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম দিকে এই এলাকায় অভিযান চালিয়ে চারটি উন্নত বোমা নিষ্ক্রিয় করেছে এবং ছয়টি জঙ্গি আস্তানা ও ২৫ প্রতিরক্ষা অবস্থান ধ্বংস করে দিয়েছে। তালেবান এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।