Friday, 27 December 2024

   08:11:55 AM

logo
logo
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ৫০ হাজার

4 years ago

আরএমপি নিউজ: পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ (৮ ডিসেম্বর, মঙ্গলবার) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ কোটি ৭৯ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। এখন মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৭০ লাখ ২৪ হাজার ২১৫ জন মানুষ। প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ৫০ হাজার ।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৪৬ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে এবং দেশটিতে মারা গেছে মোট ২ লাখ ৯০ হাজার ৪৪৩ জন।

ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৯৭ লাখ ৩ হাজার ৯০৮ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে এবং মারা গেছে মোট ১ লাখ ৪০ হাজার ৯৯৪ জন।

আক্রান্ত বিবেচনায় তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দ্বিতীয় ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৬৯ লাখ ৫২ হাজার ৭৮৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছে মোট ১ লাখ ৬৯ হাজার ১৬ জন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।