Friday, 27 December 2024

   08:05:01 AM

logo
logo
এভারেস্টের উচ্চতা বেড়েছে, চীন ও নেপালের যৌথ ঘোষণা

4 years ago

আরএমপি নিউজঃ নেপাল এবং চীন যৌথভাবে ঘোষণা করেছে যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা আগের সরকারি পরিমাপের চেয়ে ৮৬ সেন্টিমিটার বেড়েছে।  দুই দেশ এভারেস্টের নতুন যে উচ্চতায় একমত হয়েছে সেটি হল ৮,৮৪৮ দশমিক ৮৬ মিটার। এর আগে এভারেস্টের উচ্চতা মাপার ক্ষেত্রে পর্বতচূড়ার তুষারসহ উচ্চতা মাপা হবে কিনা তা নিয়ে দুই দেশের মধ্যে মতানৈক্য ছিল।

এর আগে চীন তার সরকারি পরিমাপে এভারেস্টের উচ্চতা ঘোষণা করে ৮,৮৪৪ দশমিক ৪৩ মিটার, যা ছিল নেপালের হিসাবের চেয়ে চার মিটার কম। এভারেস্ট চীন এবং নেপালের সীমান্তে এবং দুটি দেশ থেকেই পর্বতারোহীরা এভারেস্টে ওঠেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জরিপ বিভাগ জানিয়েছে এভারেস্টের নতুন উচ্চতা মাপতে দুই দেশ সমন্বিতভাবে কাজ করেছে এবং মাপার পদ্ধতি নিয়ে মতৈক্যের ভিত্তিতে তারা কাজ করেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর কাঠমাণ্ডু সফর করার সময় সিদ্ধান্ত হয়েছিল পৃথিবীর সর্বোচ্চ স্থানের নতুন উচ্চতার মাপ দুই দেশ একযোগে ঘোষণা করবে।

মাউন্ট এভারেস্ট মাপা হয় যেভাবে: সাধারণত সমুদ্র পৃষ্ঠের গড় মানকে ভিত্তি হিসাবে ধরে পাহাড়ের উচ্চতা পরিমাপ করা হয়। কাজেই পাহাড়ের নিচের অংশ সমুদ্র-পৃষ্ঠ থেকে কতটা উঁচু, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সমুদ্র-পৃষ্ঠ থেকে পাহাড়ের শিখরটা কত উঁচু।

নেপাল বঙ্গোপসাগরকে তাদের সমুদ্র-পৃষ্ঠের মাপ হিসাবে ব্যবহার করে। ভারত যখন নেপালের হয়ে এভারেস্ট শিখরের উচ্চতা মেপেছে তখন তারা বঙ্গোপসাগর থেকে ভারত-নেপাল সীমান্তের সবচেয়ে কাছের একটি পয়েন্টে জরিপ চালিয়েছে।  সেটার ওপর ভিত্তি করে নেপাল ২৫০ কিলোমিটর বিস্তৃত এলাকার বিভিন্ন পয়েন্টে উচ্চতা মাপার কাজ করেছে।

অন্যদিকে, চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না ডেইলির খবর অনুযায়ী তাদের জরিপকারীরা পূর্বাঞ্চলে শানডং প্রদেশে ইয়েলো সি-র সমুদ্র পৃষ্ঠকে ভিত্তি করে পরিমাপ করেছে।  চীনের সংবাদ মাধ্যম বলছে এভারেস্টের উচ্চতা মাপার জন্য চীন ইয়েলো সি-র সমুদ্র পৃষ্ঠের উচ্চতাকে ভিত হিসাবে ব্যবহার করেছে
দুই দেশের জরিপকারীরা শিখরের উচ্চতা মাপতে ট্রিগোনোমেট্রির ফর্মূলা ব্যবহার করেছেন।

কিন্তু খাতায-কলমে এসব অঙ্ক কষার পরেও পর্বত চূড়ার সঠিক উচ্চতা মাপতে হলে পাহাড়ে ওঠার প্রয়োজন আছে। নেপালীরা এভারেস্ট শৃঙ্গে উঠেছে গত বছর আর চীনা জরিপকারীরা শিখরে পৌঁছেছে এবছরের মে মাসে।

নেপালী কর্মকর্তারা বলছেন তারা খাতায় কলমে তাদের হিসাব কষার জন্যে এভারেস্ট শিখরের ঠিক নিচে বারোটি বিভিন্ন পর্বত চূড়ার হিসাব নিয়েছে, যাতে এভারেস্ট চূড়ার সঠিক উচ্চতার হিসাব যথাসাধ্য নির্ভুলভাবে করা যায়। চীনও একই পদ্ধতিতে তাদের জরিপ চালিয়েছে বলে চীনের সংবাদ মাধ্যম জানাচ্ছে।

দুটি দেশই গ্লোবাল ন্যাভিগেশনের জন্য একই উপগ্রহ পদ্ধতি ব্যবহার করেছে তাদের তথ্য সংগ্রহের কাজে। বিজ্ঞানীরা দেখেছেন ২০১৫ সালের ভূমিকম্পের পর লাংটাং পর্বতমালার উচ্চতা প্রায় এক মিটার কমে গেছে। এর আগে চীন দুবার এভারেস্টের উচ্চতার পরিমাপ করেছিল, ১৯৭৫ এবং ২০০৫ সালে। দ্বিতীয়বার জরিপের সময় চীন তাদের নিজস্ব জিপিএস পদ্ধতি ব্যবহার করেছিল বলে হিমালয় পর্বতের তথ্য বিভাগ জানিয়েছে।

এবারও চীন তাদের নিজস্ব জিপিএস ব্যবহার করেছে যেটি ধারণা করা হয় আমেরিকান জিপিএস-র প্রতিদ্বন্দ্বী পদ্ধতি। মি. ঢাকাল বলেছেন আন্তর্জাতিকভাবে গৃহীত পদ্ধতি ব্যবহার করে বিশ্লেষণের মাধ্যমে নতুন উচ্চতার পরিমাপের বিষয়ে তারা একমত হয়েছেন।